June 23, 2024

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি

0
সংবাদ শেয়ার করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্রাইটেরিয়ার স্কোর কীভাবে হিসাব করা হয়েছে দেখুন।
ক্রাইটেরিয়া ১ঃ দুরত্ব-
ধরুন একটি বিদ্যালয়ে ৫ জন শিক্ষক বদলির আবেদন পত্র জমা দিয়েছে। এই ৫ জন শিক্ষক স্থানী ঠিকানা থেকে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব ভিন্নতা রয়েছে।
১ম জন= ১৬ কিলোমিটার
২য় জন = ২০ কিলোমিটার
৩য় জন = ১২ কিলোমিটার
৪র্থ জন = ২২ কিলোমিটার
৫ম জন = ১৫ কিলোমিটার
দূরত্বের জন্য মোট নম্বর ২০
এই ৫ জনের মধ্যে সবচেয়ে দূরত্ব বেশি হচ্ছে ৪র্থ তম জনের। তিনি পাবেন ২০ নম্বরের মধ্যে ২০ নম্বর।
বাকি চারজনের হিসাব এভাবে
১ম জন= ১৬ কিলোমিটার =১৬*২০/২২=১৪.৫৫ নম্বর
২য় জন = ২০ কিলোমিটার = ২০*২০/২২= ১৮.১৮ নম্বর
৩য় জন = ১২ কিলোমিটার = ১২*২০/২২=১০.৯১ নম্বর
৫জন ম= ১৫ কিলোমিটার =১৫*২০/২২=১৩.৬৪ নম্বর
ক্রাইটেরিয়া ২ঃ কর্মরত বিদ্যালয়ে কর্মকাল-
একটি বিদ্যালয়ে ৫ জন শিক্ষক বদলির আবেদন পত্র জমা দিয়েছে। এই ৫ জন শিক্ষক কর্মকাল কর্মরত বিদ্যালয়ের ভিন্নতা রয়েছে।
১ম জন = ৫ বছর
২য় জন = ৭ বছর
৩য় জন = ৩ বছর
৪র্থ জন = ৪ বছর
৫ম জন = ৬ বছর
কর্মকালের জন্য মোট নম্বর ২৫
এই ৫ জনের মধ্যে কর্মকাল বেশি হচ্ছে ২য় তম জনের। তিনি পাবেন ২৫ নম্বরের মধ্যে ২৫ নম্বর।
বাকি চারজনের হিসাব এভাবে
১ম জন = ৫ বছর =৫*২৫/৭=১৭.৮৬ নম্বর
৩য়জন = ৩ বছর = ৩*২৫/৭=১০.৭১ নম্বর
৪র্থ জন = ৪ বছর = ৪*২৫/৭=১৪.২৯ নম্বর
৫ম জন = ৬ বছর =৬*২৫/৭=২১.৪৩ নম্বর
ক্রাইটেরিয়া ৩ঃলিঙ্গ-
আবেদনকারী নারী হলে অটোমেটিকালী ১০ নম্বর
পুরুষ হলে ০।
ক্রাইটেরিয়া ৪ঃ প্রতিবন্ধীতা-
আবেদনকারী প্রতিবন্ধী হলে ১৫ নম্বর
ক্রাইটেরিয়া ৪ঃ স্বামী বা স্ত্রী মৃত / বিবাহ বিচ্ছেদ-
আবেদনকারী স্বামী বা স্ত্রী মৃত / বিবাহ বিচ্ছেদ হলে ৩০ নম্বর।
সর্বমোট ১০০নম্বর।
আশা করছি। এইবার আপনার স্কোর কিভাবে হিসাব করা হয়েছে বুঝতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *