কুয়েতে “প্রবাসীদের ইতিকথা” বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।
দেড় কোটি বাংলাদেশীদের স্বার্থসংশ্লিষ্ট “প্রবাসীদের ইতিকথা” বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হল রুমে।
কুয়েত সহ সারা বিশ্বের প্রবাসীদের মনের কথা, দুঃখ দুর্দশার কথা, সমস্যা ও সম্ভাবনার কথা নিয়ে প্রবাসীদের সম্মেলিতভাবে লিখিত সর্বপ্রথম “প্রবাসীদের ইতিকথা” বইটি দি পাথফাইন্ডার পাবলিকেশন্স থেকে প্রকাশ করেন প্রবাস বাংলা মিডিয়া কুয়েত।
কুয়েত প্রবাসী সাহিত্যপ্রেমীর স্বতঃপূর্ত উপস্থিতি প্রবাস বাংলা মিডিয়া কুয়েতের সম্পাদক আ ক ম আজাদ এর সভাপতিত্বে সহকারী সম্পাদক শাহী ইমরান সিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস মাহমুদ, মোঃ সোহেল চৌধুরী, মোঃ মহি উদ্দিন মজুমদার, আ হ জুবের, ইউসুফ আলী চৌধুরী, আব্দুল বাতেন মোল্লা, জসিম উদ্দিন ভূঁইয়া, বিল্লাল পাটোয়ারী প্রমুক।
“প্রবাসীদের ইতিকথা” বই সম্পর্কে বিশেষ গঠনমূলক বক্তব্য রাখেন সর্বজনাব শাহ্ করিম, মোহাম্মদ সালাউদ্দিন খান, মাইন উদ্দিন, মোঃ জালাল উদ্দিন, আমার উল্লাহ আমান।
অনুষ্ঠানে সিনিয়ার রেমিট্যান্স যোদ্ধাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের ইতিকথা উপহার দেওয়া হয়। কুয়েত প্রবাসী কবি,লেখক, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক, সাহিত্যিক ও সূধীজন উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।