২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী।। কুমিল্লায় ব্যাপক কর্মসূচী
২৩ জুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১৯৪৯ সালের এই দিনে ঢাকার টিকাটুলির রোজ গার্ডেন প্যালেসে ‘পূর্ব পাকিস্তান
আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয়।
১৯৫৫ সালে দলের নাম পরিবর্তন করে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ রাখা হয়।
আর ‘পূর্ব পাকিস্তান’ শব্দ দুইটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে।
পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন এবং জনসাধারণের আস্থার ঠিকানা এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এবং প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।
দিবসটি উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ বিভিন্ন কমর্সুচী গ্রহন করেছে। দলীয় কার্যালয় ও কুমিল্লা পার্কে অবস্হিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের মুরাল্যে আলোক সজ্জা করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার ১০ প্রবীণ আওয়ামীলীগ নেতাকে সংবর্ধনা জানানো হবে।
এরা সংবর্ধিতরা হলেন এডভোকেট মফিজুর রহমান বাবলু,
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,
আব্দুস সুবহান ভূঁইয়া,
ডাক্তার মোঃ শহীদুল্লাহ,
সৈয়দ আহমাদ ফারুখ,
এডভোকেট রুস্তম আলী,
ফয়েজ উল্লাহ জালু
মোহাম্মদ রফিকুল ইসলাম
,গোলাম কিবরিয়া
ও আবদুল মান্নান মজুমদার।
এছাড়াও দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোকচিত্র প্রদর্শনী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।