June 30, 2024

বুড়িচংয়ে ফকির আব্দুস সালাম রহ: এর ৪৮ তম বার্ষিক ওরুছ মাহফিল সম্পন্ন 

0
সংবাদ শেয়ার করুন

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
২২ জুন, শনিবার দিবাগত রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে অবস্থিত হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম রহ: ৪৮ তম বার্ষিক ওরুছ মাহফিল মাজার – মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরুছ মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর হযরত শেখ শাহজাদা গোলাম মোঃ আব্দুল কাদের কাওকাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, আব্দুল করিম চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী নজির আহমদ,হাজী জালাল উদ্দিন, তরুন আওয়ামী লীগ নেতা হাজী মোঃ আমজাদ হোসেন।

মোঃ গোলাম হাসান আল কাদরী ও মোঃ শাহজাহান এর উপস্থাপনায় উক্ত ওরুছ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বুড়িচং নজরুলিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা মাওঃ মোঃ শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী।

বিশেষ বক্তা ছিলেন, মাওঃ মোঃ আবু সাঈদ নঈমী আত্ন তাহেরী,বরুড়া।

তাকরির পেশ করেন, আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওঃ কাজী মোঃ আল ইমরান, মাওঃ মোঃ মুমিনুল ইসলাম, মাওঃ মোঃ এমদাদুল হক ফারুকী,মাওঃ মুফতি এম ফাহাদ হোসাইন, হাফেজ শওকত আহমদ, মাওঃ কাজী মোঃ নজরুল ইসলামসহ  আরো অনেকে।  

উক্ত ওরুছ মাহফিলটি ২২জুন, শনিবার বাদ আছর থেকে মধ্য রাত পর্যন্ত চলে। পরে মিলাদ কিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *