July 2, 2024

রাসেল’স ভাইপার সমাচার

0
সংবাদ শেয়ার করুন

সম্প্রতি বৃদ্ধি পেয়েছে রাসেল’স ভাইপার সাপের উপদ্রপ। গত ২০ জুন’২৪ ফরিদপুর জেলা আওয়ামীলিগের এক নেতা ঘোষণা দেন রাসেল’স ভাইপার সাপ মারতে পারলে ৫০ হাজার টাকা পুরষ্কার দেয়া হবে। এখন সেই ঘোষণা থেকে সরে এসেছেন তিনি। কারণ এ ঘোষণার পর একে একে তিনজন কৃষক সাপ নিয়ে এসেছেন বন বিভাগে। কি বলছেন বন বিভাগের কর্মকর্তারা? বিস্তারিত সহকারী সাইমন প্রভার রিপোর্টে :
৫০ হাজার টাকা পুরষ্কারের আশায় জীবিত একটি রাসেল’স ভাইপার নিয়ে প্রেসক্লাবের সামনে হাজির এক কৃষক। শুনতে অন্যরকম শুনালেও সত্যি। প্রায় ১৮ ইঞ্চি লম্বা রাসেল’স ভাইপারের একটি বাচ্চা নিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে হাজির হয়েছেন এক কৃষক। কৃষকের নাম রেজাউল খান, তিনি ফরিদপুর শহরতলির আলিবাদ ইউনিয়ন পরিষদের কাদেরের বাজার এলাকার মনির উদ্দিন খানের ছেলে। শনিবার সন্ধ্যায় তিন ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে জীবিত রাসেল’স ভাইপারের বাচ্চাটিকে দেখান। এ সময় পৌরসদরের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনুসহ প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জুন’২৪ জেলা আওয়ামীলিগের একটি রাসেল’স ভাইপার সাপ মারতে পারলে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন ফরিদপুর জেলা আওয়ামীলিগের সভাপতি শামিম হক। এমন ঘোষণার পরই সাপ নিয়ে হাজির হওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়।
পৌরসদরের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন বলেন, সাপ ধরে প্রেসক্লাবে হাজির হওয়ার ঘটনাটি আওয়ামীলিগের শামিম হককে জানানো হয়। তিনি সাপটি বনবিভাগে জমা দিয়ে প্রাপ্তি স্বীকার পত্র নিয়ে জেলা আওয়ামীলিগ কার্যালয়ে যেতে বলেন। রবিবার দুপুরে ওই সাপ জমা দিয়ে প্রাপ্তি স্বীকার পত্র নেওয়ার জন্য বনবিভাগে যান কৃষক। তবে বন বিভাগে ওই প্রাপ্তি স্বীকার পত্র দিতে অপারগতা প্রকাশ করেন, কেননা সাপ ধরা বেআইনি। ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুঁইয়া সরিসৃপ প্রাণী ধরার কোন আইন নেই। এটি ধরা অপরাধ। কারো জালে আটকে গেলে সে কথা ভিন্ন। তিনি আরো বলেন, তিনি প্রাপ্তি স্বীকার পত্র দিতে পারেন না। ওই কৃষকের উচিত সেখান থেকে সাপটি ধরেছেন, সেখানেই ছেড়ে দেওয়া। ২৩ জুন’২৪ দুপুরে জেলা আওয়ামীলিগের সভাপতি শামিম হক পুরষ্কারের ঘোষণা প্রত্তাহারের
বিষয়টি সবাইকে জানান। সেখানে তিনি রাসেল’স ভাইপার সাপ মারা বা ধরার চেষ্টা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানান। তিনি বলেন, জীবিত হোক বা মৃত কোন প্রকার রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া ধরার জন্য কোন পুরষ্কার নেই।
চন্দ্রবোড়ার ইংরেজি নাম রাসেল’স ভাইপার। স্যার প্যাট্রিক রাসেল আমাদের এ উপমহাদেশের সাপের শ্রেনিবিন্যাসের কাজ করেন সতের শতকের শেষের দিকে। তিনিই প্রথম কাগজে কলমে এ অঞ্চলের অনেক সাপের পরিচিতি ও বিশ্লেষণ করেছিলেন। আঠারো শতকে সাপের চূড়ান্ত শ্রেণিবিন্যাসের সময় রাসেল সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তাঁর নাম জুড়ে দেয় এ সাপটির সঙ্গে। সেই থেকে চন্দ্রবোড়া হয়ে যায় রাসেলস ভাইপার।বলা হয় এটা পৃথিবীর পঞ্চম বিষধর সাপ। কথাটা সঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক রেটিং এ এটা মারাত্মক প্রথম ৩০টি সাপের মধ্যেও নাই। বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরা সাপের পরে। গোখরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে ৮ ঘন্টা পর, কেউটে সাপের ক্ষেত্রে গড়ে ১৮ ঘন্টা পর ও চন্দ্রবোড়া বা রাসেল’স ভাইপার কামড়ের পর গড়ে ৭২ ঘন্টা বা তিনদিন পরে রোগীর মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞদের মতে রোগীর অন্য কোন অসুস্থতা না থাকলে ৭২ ঘন্টার আগে রোগী সহজে মারা যায় না। বাংলাদেশে এ সাপের কামড়ের পর ১৫ দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে।
এক সময় বিলুপ্ত ঘোষণা করা সাপটির ছোবলের কথা ২০১৩ সালে জানা যায় রাজশাহীতে। বরেন্দ্র অঞ্চলে একসময় দেখা যাওয়া সাপটি এরপর ছড়িয়ে পড়ে বিশেষ করে পদ্মা অববাহিকায়। গত এক বছর রাজশাহী অঞ্চল ছাড়াও মানিকগঞ্ছ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রামসহ ২৬টি থেকে ২৭টি জেলায় এ সাপের উপদ্রব দেখা দিয়েছে। সব জায়গায় কৃষিজমি বা চরাঞ্চলে দেখা দিলেও দ্বীপ জেলা ভোলায় কৃষিজমির পাশাপাশি খেলার মাঠ এমনটি ঘরের ভেতরেও সাপ দেখে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরিবেশ মন্ত্রনালয় বলেছে, “রাসেলস ভাইপার দক্ষ সাতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। তাই সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হল”। সাপের কামড় এড়াতে পরিবেশ মন্ত্রনালয় বলেছে,
১। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে, সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন
২। লম্বা ঘাস, ঝোপ-ঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন, গর্তের মধ্যে হাত পা ঢুকাবেন না
৩। সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট ও লম্বা প্যান্ট পরিধান করুন


৪। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন
৫। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখুন
৬। পতিত গাছ, জ¦ালানি লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন
৭। সাপ দেখলে তা ধরা বা মারা চেষ্টা করবেন না, প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করুন বা নিকটস্থ বন
বিভাগের অফিসকে অবহিত করুন
সাপে কামড় দিলে যাহা করণীয় Ñ
১। দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না, হাত বা পায়ের নড়াচড়ায় মাংশপেশীর সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে
শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে
২। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভিজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে
৩। ঘড়ি বা আলংকার বা তাবিজ, তাগী ইত্যাদি থাকলে খুলে ফেলুন
৪। দংশিত স্থান কাটবেন না, সুঁই ফোটাবেন না কিংবা কোন প্রকার প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করবেন না
৫। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না
৬। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যান
৭। আতঙ্কিত হবেন না, রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা এন্টিভেনম নিকটস্থ সরকারী হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়।
সাপের কামড় বা সর্প দংশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। অনতিবিলম্বে চিকিৎসকের কাছে নিয়ে গেলে এক্ষেত্রে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করে তোলা সম্ভব। সর্পদংশনের বিষয়ে জনগনকে সচেতন করা খুবই জরুরী। রোগীকে হাসপাতালে আনতে যেন দেরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় মন্ত্রনালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এ সাপের মোখামুখি হওয়ার সম্ভাবনা কম। এ সাপ সাধারণত নিচু ভূমির ঘাসবন, ঝোপজঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। সাপটি মেটে রঙ্গের হওয়ায় মাটির সঙ্গে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমন
করে। তাই সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য মন্ত্রনালয় থেকে অনুরোধ জানানো হচ্ছে।
সাপ নিধন না করে প্রাকৃতিকভাবে ভারসাম্য রক্ষার উপায়ও বাতলে দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “বেজি, গুঁইসাপ, বাগডাশ, গন্ধগোকুল, বন বিরাল, মেছো বিড়াল, তিলা নাগ ঈগল, সারস, মদন টাক এবং কিছু প্রজাতির সাপ রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণ রাখে।” এসব বন্যপ্রাণীকে মানুষ নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে রাসেলস ভাইপার বেড়ে যাচ্ছে। তাই বনপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা, এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকুন। মনে রাখতে হবে, সাপ শুধু ইঁদুর খেয়ে আমাদের উপকার করে না, তার বিষও অনেক ঔষধের কাঁচামাল, হৃদরোগ, স্ট্রোক, রক্তচাপ নিয়ন্ত্রণকারী, এমনকি ব্যথানাশক নানাহ ঔষধ তৈরিতে সাপের বিষ ব্যবহার করা হয়। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা সাপ মারার জন্য নগদ অর্থপুরষ্কার ঘোষণা করেছেন। এটাকে পরিবেশের ভাষায় অপরাধ হিসেবেই গণ্য
করতে হবে। (সংগৃহিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *