হাজী ইয়াসিনের নতুন পদ যা জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

কুমিল্লার পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত হাজী আমিনুর রশিদ ইয়াসিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর নেতৃবৃন্দ। নতুন এ সংগঠনের বিএনপি’র সাথে বাকযুদ্ধ চললেও হাজী আমিন উর রশীদ ইয়াছিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তা ফেইসবুকে শেয়ার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান লিখেন –সকল রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থানই হোক আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কুমিল্লা হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক সম্প্রীতির দৃষ্টান্ত।
পেশি শক্তি, সন্ত্রাস, চাঁদাবাজির রাজনীতি নিপাত যাক।
কুমিল্লাই হয়ে উঠুক রাজনৈতিক পরিচ্ছন্নতার উদাহরণ।
শুভকামনা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের জন্য..