ক্যাম্পাস বার্তার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মো. রাকিব হোসেন।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে’র দ্বি-মাসিক মুখপত্র ক্যাম্পাস বার্তা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ক্যাম্পাস বার্তার কার্যালয়ে আয়োজন করা হয়।নির্বাহী সম্পাদক আরমান হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে পাঠ করেন ক্যাম্পাস বার্তার সদস্য রবিউল আউয়াল।
অতিথি ছিলেন সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীতেন্দ্রনাথ তরফদার তিনি বলেন,আমি শুরু থেকে ক্যাম্পাস বার্তা’র সাথে জড়িত আছি। ভিক্টোরিয়া কলেজ এবং কলেজ’র বাহিরে ক্যাম্পাস বার্তা’র সুখ্যাতি ছড়িয়ে পড়েছে আশাকরি এর ধারাবাহিকতা বজায় রাখবে। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর মো. আবদুল আজিজ বলেন, তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মানের জন্য তাকওয়াবান সাংবাদিক তৈরিতে ক্যাম্পাস বার্তা কাজ করে যাবে।
এসময় আরো উপস্থিত হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মু. নুর নবী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ফরিদ আহমেদ, ক্যাম্পাস বার্তা’র বার্তা সম্পাদক আবু সাঈদ, বিজ্ঞাপন সম্পাদক রাকিব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তামিম হোসেন, বিভাগীয় সম্পাদক মো. মিজানুর রহমানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে
ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষার্থীদের মুখপত্র ক্যাম্পাস বার্তা। যা কলেজের শিক্ষাক, শিক্ষার্থী ও অতিথি লেখকদের সাহিত্যচর্চার সৃজনশীল এক মাধ্যম।