সুবিধাবঞ্চিত শিশুদের পাশে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি

হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল-২০২৫ সম্পন্ন হয়েছে। গত ১৫ মার্চ
বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক
ডা. মো. আরিফ মোর্শেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সোলাইমান লস্কর ।
সভাপতিত্বে করেন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি
সভাপতি আমিনুল ইসলাম সজীব । দো’আ মোনাজাত পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক মাওলানা সেলিম উদ্দিন।
ইফতার মাহফিলে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির ৭০জন স্বেচ্ছায় রক্তদানকারী স্বেচ্ছাসেবক এবং ২০জন এতিমসহ আলেমসমাজ ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে ২০জন সুবিধাবঞ্চিত শিশু-কে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয় এবং দো’আ মোনাজাত ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।