April 7, 2025

জগন্নাথদীঘি ইউনিয়নে বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

0
সংবাদ শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
কুমিল্লার সীমান্ত এলাকায় প্রায় ২৭ লাখ টাকারও অধিক মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ মার্চ) সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

আজ(১৬ মার্চ) রোববার সন্ধ্যায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ এর অধীনস্থ জগন্নাথদিঘী বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ডিমাতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ভারতীয় ১ লাখ ১৯ হাজার ৩২৬ পিস আতশবাজি আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *