April 5, 2025

কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

0
সংবাদ শেয়ার করুন

মো: রাকিব হোসেন।। মঙ্গলবার কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফান টাউনের হলরুমে বিকাল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে আলোচনা হয় দেশের বিভিন্ন জাতীয় ও সামাজিক বিষয় নিয়ে। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র ও জনতা জীবন দিয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে। দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, কারণ দেশ আমার সবার আগে।”

তিনি আরও বলেন, “রাজনীতি কোনো ব্যবসা নয়; এটি জনগণের সেবা করার মাধ্যম। দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গুণগত পরিবর্তন আনতে হবে। পবিত্র মাহে রমজানের শিক্ষা বাস্তবায়ন এবং দেশের অগ্রগতির লক্ষ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ মোসলে উদ্দিন। তিনি বলেন, “রমজানের প্রকৃত শিক্ষা অর্জনের জন্য তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে—আত্মশুদ্ধির প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ এবং গুনাহ থেকে মুক্তির অনুশীলন।” তিনি সবার কাছে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়, এটি খোদাভীতির মাস, তাকওয়া অর্জনের মাস। রাসুল (সাঃ) অভিসম্পাত করেছেন তাদের প্রতি, যারা রমজানের সুযোগ পেয়েও নিজেদের গুনাহ মাফ করাতে ব্যর্থ হয়েছে।” তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, “এই ক্রান্তিকালে জাতির স্বার্থে যথাযথ ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠান শেষে ডাঃ তাহের দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন। এরপর নেতাকর্মী ও সাংবাদিকরা একসঙ্গে ইফতার করেন।

ইফতার মাহফিলে কুমিল্লার বিভিন্ন স্তরের সংবাদকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংবাদিক শহিদুল্লাহ মিয়াজি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ কামারুজ্জামান সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *