কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভিক্টোরিয়া প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ ২০২৫ (১৭তম রমজান) মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ফিরোজ-উল-আলম চৌধুরী। সভাপতিত্ব করেন বর্তমান বিভাগীয় প্রধান ড. মোশাররফ হোসাইন।
প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. সাইফুল ইসলাম। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ তরিকুল ইসলাম। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী নাজমুল হাসান, যিনি উপস্থিত সবাইকে সুরের মূর্ছনায় বিমোহিত করেন।
মাহে রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন—
প্রথম বর্ষের ইমরান, দ্বিতীয় বর্ষের মো. নাসির হোসেন, তৃতীয় বর্ষের নাজমুল হক এবং মাস্টার্সের আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি প্রফেসর ফিরোজ-উল-আলম চৌধুরী সিয়াম, তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সমাপনী বক্তব্যে ড. মোশাররফ হোসাইন বলেন, “বিগত বছরগুলোতে এ ধরনের আয়োজন করা সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ, এবার আমরা সফলভাবে আয়োজন করতে পেরেছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে ইনশা’আল্লাহ।” তিনি শিক্ষার্থীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মোশাররফ হোসাইন। দোয়ায় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করা হয়।