April 4, 2025

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি হবে গণভবনের মতো: হাসনাত আব্দুল্লাহ

0
সংবাদ শেয়ার করুন

রাকিব হোসেন।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে, তাদের পরিণতি হবে গণভবন ও বঙ্গভবনের মতোই।”

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা ছাত্র-জনতা তাজা রক্ত ঢেলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে উৎখাত করেছি। অথচ আজ বিদেশে বসে এবং দেশের ভেতরে কিছু রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। তারা ব্যাকডোর ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছে। আমরা স্পষ্ট করে দিতে চাই—এই ছাত্র নাগরিকদের হারানোর কিছু নেই। যেমন খাপে দুই তলোয়ার থাকতে পারে না, তেমনি ৫ আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি একসঙ্গে থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রকারীদের পরিণতি গণভবন-বঙ্গভবনের মতোই হবে। আমরা লড়াই চালিয়ে যাব, কোনো রাজনৈতিক দলই হোক—আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এলে প্রতিহত করবো।”

“গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, ভোট দিয়েছে প্রশাসন। এ সরকারের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন অসম্ভব। প্রশাসনের সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুন। ধাপে ধাপে দেশের সব উপজেলায় নির্বাচন দিন। প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, “চাঁদাবাজি-টেন্ডারবাজি, মাঠ, পুকুর, বাজার দখল শুরু হয়েছে। এই দখলবাজদের হাত গুঁড়িয়ে দিন, পুলিশে দিন। দেবিদ্বার, কুমিল্লা, চান্দিনা, চৌদ্দগ্রামের কোথাও চাঁদাবাজদের ঠাঁই হবে না।”

আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমরা ভুলিনি, যখন শিক্ষার্থীরা বলেছিল ‘আঙ্কেল, গেটটা খোলেন’, তখন আওয়ামী লীগ শোনেনি। হাসিনার দুঃস্বপ্ন ছিল কুমিল্লা। আমরা কুমিল্লা থেকে আওয়ামী লীগকে উৎখাত করেছি এবং কবর দিতে পেরেছি। দেড় দশক ধরে কুমিল্লাকে বঞ্চিত করা হয়েছে। আর সেটা হতে দেবো না।”

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা রিফাত রশিদের সভাপতিত্বে কুমিল্লার আহ্বায়ক সাকিব হোসাইন, মহানগর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *