September 18, 2025

ভিক্টোরিয়া কলেজের সমৃদ্ধিতে সাংবাদিক সমিতির ভূমিকাও আছে

0
সংবাদ শেয়ার করুন

মো. রাকিব হোসেন।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমৃদ্ধিতে সাংবাদিক সমিতির ভূমিকাও কোন অংশে কম নয়। প্রতিষ্ঠার পর থেকে সাদাকে সাদা ও কালোকে কালো বলে সাংবাদিক সমিতি সত্যকে তুলে ধরেছে। আমরা তাদের সমৃদ্ধি কামনা করি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) ১০ম বর্ষ পদাপর্ণ অনুষ্ঠানে ভার্চ্যুলি যুক্ত হয়ে এসব কথা বলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রশাসনিক ভবনের নিচ তলার কুভিকসাস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদ ও শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।
সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফে সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি তৈয়বুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রাজু, সাবেক সভাপতি আশিক ইরান ও আবু সুফিয়ান রাসেল, সাবেক সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী, বর্তমান কমিটির সহসভাপতি সাহাব উদ্দিন অপি যুগ্ম সম্পাদক সজিব মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এসময় বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ বলেন, ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আমাদের কলেজের সংগঠন গুলো। তাই কলেজ প্রশাসন সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করে। সাংবাদিক সমিতি কলেজের সকল নিয়ম ও অনিয়ম তুলে ধরে। এতে করে কলেজ তার স্বাভাবিক গতি থেকে কোন কারণে সরে গেলে তা আবার নিজ গতিতে আসে। আমরা চাই তাদের সফলতার ধারা অব্যাহত থাকুক।
এসময় তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় তদন্ত ও দ্রুত বিচার দাবি করে বলেন, তনু আমাদেরই মেয়ে। ২০১৬ সালের এই দিনে তার লাশ পাওয়া যায়। আমরা এঘটনার বিচার চাই।
শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অবদান রাখছে। অনেকে আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করে। এটা আমাদের জন্য গর্বের। আমরা চাই তারা এই ধারা অব্যাহত রাখুক।
বক্তব্যে প্রতিষ্ঠাকালীন সভাপতি তৈয়বুর রহমান সোহেল বলেন, অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে আজ সাংবাদিক সমিতি এই জায়গায়। অনেকে চেয়েছে এটিকে শেষ করে দিতে। কিন্তু তারা নিজেরাও আজ নেই। সত্য ও ন্যায়ের পথে থাকলে কেউ কাউকে কখনও অন্যায়ভাবে হারাতে পারেনা যার উদাহরণ হতে পারে এই সাংবাদিক সমিতি। এসময় তিনি বলেন, কলেজ সাংবাদিক সমিতি সব সময় কলেজের পক্ষে। কিন্তু অনিয়মের পক্ষে নয়। কেউ অনিয়ম করলে তাতে সাংবাদিক সমিতি অবশ্যই তা প্রকাশ করবে এটাই স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *