April 4, 2025

শহীদ জিয়ার ঘোষণায় উজ্জীবিত হয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জনগণ – হাজী ইয়াছিন

0
সংবাদ শেয়ার করুন

মো. রাকিব হোসেন।।

বুধবার (২৬শে মার্চ) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নৃশংস হত্যাযজ্ঞ চালায়, তখন সাধারণ মানুষ বিভ্রান্ত ও দিশেহারা হয়ে পড়ে। ২৬ মার্চ শহর ছেড়ে গ্রামমুখী হতে থাকে মানুষ। সে সময় আওয়ামী লীগ নেতাদের দেখা পাওয়া যায়নি, সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান।

তিনি বলেন, ২৭ মার্চ জাতির সংকটময় মুহূর্তে তৎকালীন মেজর ও পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তার সেই ঘোষণাই দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জোগায়। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।

বুধবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপুর সঞ্চালনায় আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমীরুজ্জামান আমীর, মহানগর বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল কাইয়ুম, জেলা শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *