কুমিল্লায় জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সংসদীয় আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করতে পারাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য।”
এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী কাজী নজির আহম্মদ। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ কেবল সামর্থ্যবানদের জন্য নয়; এটি সবার জন্য। তাই সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি।”
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যা একটি পরিবারকে ঈদ উদযাপনে সহায়তা করবে। শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে আনন্দের ঝলক দেখা যায়। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এক সুবিধাভোগী বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা অনেক খুশি। আমাদের মতো মানুষের জন্য এটি অনেক বড় সহায়তা।”
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সমাজের সামর্থ্যবানদের উচিত দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো, যাতে সবার জন্য ঈদ আনন্দময় হয়ে ওঠে।
এই উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করা হলো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন, যাতে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।