জুলাই সমাবেশে অপমানের অভিযোগ, জুলাই সমাবেশ এবং সম্মাননা স্মারক প্রত্যাখ্যান ভিক্টোরিয়ার

মোঃ রাকিব হোসেন ।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে পরিকল্পিতভাবে অপমান ও বৈষম্যের শিকার করা হচ্ছে বলে অভিযোগ করেছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ”।শুক্রবার(১৬ মে) রাত ১০ টায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান ভিক্টোরিয়া কলেজে’র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৫ই আগস্টের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বৈষম্য সৃষ্টি এবং কুমিল্লায় বারংবার পরিকল্পিত তামাশা করা হচ্ছে। “মার্চ ফর জাস্টিস”-এর মতো গুরুত্বপূর্ণ সম্মেলন থেকে শুরু করে আজকের তথাকথিত সম্মেলন পর্যন্ত, প্রতিবারই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বঞ্চিত, অপমানিত এবং বৈষম্যের শিকার করা হয়েছে। তারা এই ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা জানান।”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” জানায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কখনোই ফুটেজ রাজনীতির অংশ হয়নি এবং সম্মাননা স্মারকও চায়নি। তারা স্মরণ করিয়ে দেন, গত ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার প্রতিবাদে ১২ জুলাই “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ” তাদের নিজ ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি পালন করার সময়, ডিগ্রি শাখার শিক্ষার্থী তামিম সারাবাংলাদেশে জুলাই আন্দোলনে সর্বপ্রথম ছাত্রলীগ কর্তৃক হামলার শিকার হন, যার বিচার এখনো প্রক্রিয়াধীন।আজকের সম্মেলনকে ভিক্টোরিয়া এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি তামাশা হিসেবে উল্লেখ করে তারা বলেন, এটি কেবল অবহেলা নয়, বরং একটি সুস্পষ্ট ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত অপমান।”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ” আজকের সম্মেলন ঘৃণাভরে বয়কট করার ঘোষণা দিয়েছে। তারা এই বৈষম্যের কথা পুনরায় মনে রেখে সমাবেশ বয়কটের মাধ্যমে আজকের সমাবেশ এবং সম্মাননা স্মারক প্রত্যাখ্যান করেছেন।