May 23, 2025

বাংলাদেশ একটা ক্রিটিক্যাল টাইম পার করছে-ডা. তাহের

0
সংবাদ শেয়ার করুন

মোঃ রাকিব হোসেন।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশ একটা ক্রিটিক্যাল টাইম পার করছে। এখানে সকলকেই ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়েই আমাদেরকে ভূমিকা রাখতে হবে। বর্তমান যারা দায়িত্বে আছেন, যারা অন্যান্য পেশায় আছেন বা রাজনীতিবিদ আছেন প্রত্যেকেই দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এমন কোন ভূমিকা বা বক্তব্য দেওয়া উচিত হবে না। নতুন করে উত্তেজনা এবং দেশের সমস্যা সৃষ্টি হবে।
এদেশে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নাই। এটা অস্বাভাবিক নয় বিভিন্ন দলের কিছুটা মত পার্থক্য থাকবে। তবে এটা আলোচানা করেই সমাধান করতে হবে। তবে নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন,সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামায়াতের কোন আপত্তি নেই। দুই মাস পরে করলেও জামায়াতের আপত্তি নেই। তবে সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। জামাত দুটি রোড ম্যাপ চেয়েছে একটি হচ্ছে নির্বাচনের রোড ম্যাপ অপরটি হচ্ছে সংস্কারের রোড ম্যাপ।

বৃহস্পতিবার (২২ মে) কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ আয়োজিত স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা ২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা.তাহের আরো বলেন,নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। অন্তর্র্বতী সরকারের প্রধান কাজই হচ্ছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। তার পাশাপাশি কিছু সংস্কারক করার প্রয়োজন আছে। যেটা একটি সুস্থ নির্বাচনের জন্য এবং সঠিক রাজনীতি করার জন্য সহায়ক হবে।
স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন,বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শাহিনুল আলম।

তিনি বলেন,রাজনৈতিক নেতৃত্ব আমাদের জন্য বিরাট বোঝা হয়ে গেছে হেলথ সিস্টেমে। এবং আপনারা খেয়াল করলে দেখবেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে শুরু করে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট মেডিকেল কলেজ সবকিছুই রাজনৈতিক নিয়ন্ত্রণের অধীনে চলে। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে আরও বলেন, আমাদের রোগীদের কথা মাথায় রেখে এভিডেন্স ওইথ মেডিসিনে চিকিৎসকদের একটা অবস্থান নেয়া প্রয়োজন। করান এ দেশে ৭০% খরচ রোগীর পকেট থেকে যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হুমায়ুন কবিরসহ, সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুর উদ্দিন,কলেজের অধ্যক্ষ ডা.সফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিকেল সেন্ট্রারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডা.জহিরুল হক ভুঁইয়া , ডা.ফজলুল হক,মেডিকেল কলেজের ডিজিএম বেলাল হোসাইনসহ আরো অনেকে। অনুষ্ঠানে স্নাতকোত্তর ডাক্তারদের মধ্যে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *