May 24, 2025

চৌদ্দগ্রামে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

0
সংবাদ শেয়ার করুন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
শুক্রবার (২২ মে) কুমিল্লা চৌদ্দগ্রামের পায়েরখোলা হাইস্কুল মিলনায়তনে জগন্নাথ ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া বলেন, দেশের ক্রান্তিকালে জামায়াত-শিবির কর্মীরাই অগ্রণী ভুমিকা পালন করে। তাই, ইসলামী আন্দোলনের পাশাপাশি প্রত্যেক কর্মীকে নিজের চরিত্র মজবুত করতে হবে। ইমান-আখলাক ও আমানতদারীতা বাড়াতে হবে। এতে নিজ, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ হবে।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন। দারসুল কুরআন পেশ করেন চিওড়া ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাও: মমিনুল ইসলাম। উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জগন্নাথ ইউনিয়ন জামায়াতের আমীর শাহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মী শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন সেক্রেটারী মাওঃ বেলাল উদ্দিন মজুমদার, নায়েবে আমীর কাজী শহীদুল ইসলাম, সহকারী সেক্রেটারী কাজী রবিউল হোসেন রকিসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের দায়িত্বশীলসহ অগ্রসর কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *