July 17, 2025

চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক হওয়ায় স্বেচ্ছাসেবকদল নেতাকে বহিষ্কার

0
সংবাদ শেয়ার করুন

চৌদ্দগ্রাম নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক হওয়ার পর স্বেচ্ছাসেবকদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতা জাফর আহমেদ উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

বহিঃস্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. জাফর আহমেদকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাকে দলের যে কোন সভা, সমাবেশসহ সকল কর্মকান্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. খোরশেদ আলম ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খাঁন বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে র‌্যাবের অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ৩৯ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবকদল নেতা মো. জাফর আহমেদকে আটক করে র‌্যাব। এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *