August 22, 2025

দাউদকান্দিতে শিবিরের উদ্যোগেজিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

0
সংবাদ শেয়ার করুন

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দাউদকান্দি উপজেলা শাখা।

বুধবার (২৩ জুলাই) উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মনিরুজ্জামান বাহলুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সানাউল্লাহ রাসেল। এছাড়াও জেলা ও উপজেলা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,
“শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, বরং সৎ, যোগ্য, জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতা সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই আগামীতে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *