ঢাকা-চট্টগ্রাম মহাসড়কঃসুনির্দিষ্ট তথ্য ছাড়া কেউ পশুবাহী যানবাহন থামাতে পারবে না-হাইওয়ে পুলিশ
কুমিল্লা প্রতিনিধি
ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অঞ্চলে বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে হাইওয়ে পুলিশ। অতিরিক্ত সদস্য মোতায়েন ছাড়াও, কুইক রেসপন্স টীম, অতিরিক্ত উদ্ধারকারী রেকার এবং তথ্য সংগ্রহ করার জন্য হাইওয়ে পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবেন।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার খাইরুল আলম জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়ক এলাকায় কোন কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না। হাইওয়ে সংলগ্ন যেসব কোরবানির পশুর হাট রয়েছে সেগুলোর প্রতি বেশি নজর দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, সুনির্দিষ্ট তথ্য ছাড়া কেউ কোথাও কোন পশুবাহী যানবাহন থামাতে পারবে না। পশুবাহী যানবাহনের নিরাপত্তায়ও হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজার এলাকায় অবৈধ স্থাপন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে হাইওয়ে পুলিশ। ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত হাইওয়ে কুমিল্লা রিজিয়নে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।