‘বাংলাদেশ প্রতিদিন’ আরো দুর্বার গতিতে এগিয়ে যাক-কুমিল্লায় বক্তারা

কুমিল্লায় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকালে ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন ‘বাংলাদেশ প্রতিদিন’ কম কথায় সব খবর প্রকাশ করে, যা পত্রিকাটিকে সর্বাধিক জনপ্রিয় করেছে। আমরা চাই, পত্রিকাটি আরো বেশি জনগণের কথা বলুক এবং দুর্বার গতিতে এগিয়ে যাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ড. তারিকুল ইসলাম চৌধুরী, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম, ডা. ইকবাল আনোয়ার, মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সভাপতি খায়রুল আহসান মানিক, জামায়াত কুমিল্লা মহানগর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কৃষিবিদ মতিন সৈকত, গোমতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন।
বক্তব্য রাখেন সাবেক উপ-নিয়ন্ত্রক (পরীক্ষা) মোহাম্মদ শহিদুল ইসলাম, অধ্যক্ষ নার্গিস আক্তার, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সংগঠক রফিকুল ইসলাম সোহেল, সাংস্কৃতিক সংগঠক জয়নাল আবেদিন রনি, কলেজ শিক্ষক মীর সোহেল, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সাদিক হোসেন মামুন, মো. কামাল উদ্দিন, সহিদ উল্যাহ মিয়াজী, বাহার রায়হান, মমিনুল ইসলাম মোল্লা, হাবিবুর রহমান চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মাহফুজ নান্টু, তৈয়বুর রহমান সোহেল, রেজাউল করিম রাসেল, ইলিয়াছ হোসাইন, মোহাম্মদ শরীফ, সুমন পাটোয়ারী, আবদুল্লাহ আল মারুফ, উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ‘বাংলাদেশ প্রতিদিন’-এর কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।