মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লায় কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
আজ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুর কায়ছার এবং তাঁর সহধর্মিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান এবং তাঁর সহধর্মিনী।
এ সময় কুমিল্লা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়