কুমিল্লাায় আন্দোলনে আ’হত ৩৫৭ জনের তালিকায় নেই ভিক্টোরিয়ার তামিম

স্টাফ রিপোর্টার, গোমেতি সংবাদ
কুমিল্লা, ২২ মে ২০২৫
কুমিল্লায় জুলাই মাসে সংঘটিত ছাত্র আন্দোলনের সময় আহত হওয়া শিক্ষার্থীদের তালিকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির (কুভিকসাস) সদস্য তামিমের নাম না থাকায় উঠেছে তীব্র সমালোচনা ও প্রশ্ন।
১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে, ১২ জুলাই ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে বিক্ষোভে অংশ নেন। সেই সময় কলেজ চত্বরে ভিডিও ধারণ করছিলেন কুভিকসাস সদস্য তামিম। অভিযোগ রয়েছে, এ সময় ছাত্রলীগের একাংশ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে।
তামিমের উপর হামলার বর্ণনা হৃদয়বিদারক—স্টাম্প দিয়ে পিটিয়ে অজ্ঞান করে ফেলা হয়, তার হাতের আঙুল থেঁতলে যায়। তামিমের একমাত্র ‘অপরাধ’ ছিল, তিনি ঘটনার ভিডিও করছিলেন।
ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বর্তমানে তিনি কিছুটা সুস্থ, তবে ঘটনার প্রায় এক বছর পরও তার নাম আহতদের সরকারি তালিকায় স্থান পায়নি। উল্লেখ্য, কুমিল্লার তথাকথিত “জুলাই বিপ্লব”-এ আহত ৩৫৭ জনের প্রত্যেককে ১ লাখ টাকা করে সহায়তা দেওয়া হলেও তামিম সেই তালিকা থেকে বাদ পড়েছেন।
বিশ্লেষকদের মতে, এটি কেবল প্রশাসনিক অবহেলা নয়, বরং উদ্দেশ্যমূলক বৈষম্যের পরিচায়ক। কুমিল্লা সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসন এবং কলেজ প্রশাসনের কাছে একাধিকবার তামিমের তথ্য জমা দেওয়া হলেও অজ্ঞাত কারণে তার নাম তালিকায় ওঠেনি।
ঘটনার পরপর চারটি তদন্ত কমিটি গঠন করেছিল কলেজ প্রশাসন, কিন্তু সেসব কমিটির কোনো প্রতিবেদন আজও প্রকাশিত হয়নি। এমনকি তামিমের পরিবার ও সহপাঠীদের বারবার অনুরোধেও কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ।
স্থানীয় শিক্ষার্থী ও নাগরিক সমাজের মতে, এটা কেবল একজন ছাত্রের নয়, বরং স্বাধীন মত প্রকাশ ও সাংবাদিকতার উপর আঘাত। তামিমের মতো সাহসী ছাত্র নেতার বঞ্চনা প্রমাণ করে, আজও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায়বিচার অনিশ্চিত।
তামিমের উপর বর্বরতা, প্রশাসনের নীরবতা এবং তালিকা থেকে তার নাম বাদ দেওয়া নিয়ে এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
গোমেতি সংবাদ এর পক্ষ থেকে প্রশাসনের কাছে জবাবদিহিতা এবং আহত তামিমের উপযুক্ত সম্মান ও সহায়তা প্রদানের দাবি জানানো হচ্ছে।