July 17, 2025

ভিক্টোরিয়া কলেজে ৯ দফা দাবিতে টানা প্রচারণা শিক্ষার্থীদের, আজ শেষ সময়সীমা

0
সংবাদ শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গণতান্ত্রিক পরিবেশ, নিরাপত্তা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে টানা প্রচারণা চালাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনের কাছে উত্থাপিত ৯ দফা দাবির প্রেক্ষিতে রবিবার (১৩ জুলাই) ও সোমবার (১৪ জুলাই) কলেজ ক্যাম্পাসে চলেছে এই সচেতনতামূলক প্রচার কার্যক্রম।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) কলেজ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলা এবং নজরুল হলে শিক্ষার্থী তামিমের ওপর বর্বর নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের স্থায়ী বহিষ্কারও নিশ্চিত করতে হবে।”

শিক্ষার্থীদের ৯ দফা দাবি হলো, কলেজে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, ডিগ্রি শাখার জন্য পৃথক ও আধুনিক ক্যাম্পাস স্থাপন, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার, বহিরাগত, মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপন, শিক্ষার্থীদের যাতায়াতে বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু, আবাসিক হল ও আশপাশের হোটেল এলাকায় জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি, আধুনিক ওয়াশরুম এবং যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় আলাদা ফান্ড গঠন, কলেজের সব ধরনের আয়-ব্যয় ওয়েবসাইটে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত।

দাবিগুলো বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে দুই কার্যদিবস সময় বেঁধে দিয়েছেন। আজ সোমবার সেই সময়সীমার শেষ দিন। দাবি পূরণে সুস্পষ্ট উদ্যোগ ও কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *