December 4, 2024

সংসদে রাতে মোবাইল ফোন বন্ধের দাবী প্রাণগোপাল দত্তের

0
সংবাদ শেয়ার করুন

সরকারদলীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত মোবাইল ফোনের সংযোগ নির্দিষ্ট সময়ে বন্ধ রাখার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো একটা অ্যাপস সৃষ্টি করে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলো নিষ্ক্রিয় করা যায় কি না? অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ফ্রিল্যান্সিং বা বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার না হয়, সেক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত। না হয় আমার রোগীর সংখ্যা যে হারে বাড়ছে, ১০ বছর থেকে শুরু করে সবার একটাই কথা কানে শোঁ শোঁ করে, ভোঁ ভোঁ করে। কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না।
গতকাল শনিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। নির্দিষ্ট সময়ে মোবাইল ফোনের সংযোগ বন্ধ করতে নতুন প্রযুক্তি আবিষ্কারের কথাও বলেন এই এমপি। তিনি বলেন, ‘এমন কোনো কিছু আবিষ্কার করা উচিত, যাতে করে রাতে আমাদের তরুণ প্রজন্ম এ প্রযুক্তি থেকে দূরে থাকবে।’
ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে স্বাস্থ্য খাত। যেখানে পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা, চিকিৎসা উপকরণের দাম আকাশচুম্বী। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ভাষায় শিক্ষা ও চিকিৎসা থাকা উচিত সরকারি খাতে। একে বেসরকারীকরণ করা হলে শিক্ষা ও চিকিৎসার কোনো গুণগত মানের পরিবর্তন হয় না, তখন সেটা হয়ে যায় একটা পণ্য। এখন পৃথিবী জুড়ে এটা পণ্য হয়ে গেছে। আপনার টাকা আছে চিকিৎসা পাবেন, টাকা না থাকলে চিকিৎসা পাবেন না। সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য দেখার কেউ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *