December 4, 2024

কুমিল্লায় মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

0
সংবাদ শেয়ার করুন

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কতৃর্ক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও র‌যালি। মানববন্ধন ও র‌যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ শামসুল তাবরীজ , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুমিল্লা, ডা: নাজমুল আলম, ডেপুটি সিভিল সার্জন, কুমিল্লা, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: জহিরুল ইসলাম সেলিম, বিজ্ঞ পিপি, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অধিদপ্তরের অফিস প্রধানগণ, পুলিশ সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনতা। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মীত মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মাদকবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। মাদকাসক্ত রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিশেষ অবদান রাখায় কুমিল্লাস্থ নিরাময় কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *